নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপে একটি তুলা ও সুতার ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার তুলা ও সুতার ঝুট ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাহেপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক এলাকার ভেতরেই হাজি আবদুল রাজ্জাক খানের ওয়ালীউল্লাহ এন্টারপ্রাইজ নামে বৃহৎ ঝুট তুলা ও সুতার গুদাম রয়েছে। ভোর ৪টার দিকে পার্শ্ববর্তী বাড়ির লোকজন গুদামে আগুনের শিখা দেখতে পায়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে নরসিংদী, পলাশ ও মাধবদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগেও এই গুদামে চারবার আগুন লাগার ঘটনা ঘটে। অপরিকল্পিত গুদাম নির্মাণ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় বারবার আগুন লাগছে।
আগুনের কারণ জানাতে পারেননি নরসিংদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সেলিম। তিনি সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তের পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আগুনে অসুস্থ হয়ে পড়েছেন মালিক আবদুল রাজ্জাক খান। তিনি সাংবাদিকদের কোনো তথ্য জানাতে পারেননি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রায় এক কোটি টাকার তুলা ও সুতা ভস্মীভূত হয়েছে।
No comments