বাহুবলী দেখতে বাংলাদেশ থেকে ভারতে ৪০ জন


ভারতে গিয়ে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী : দ্য কনক্লুশন’ সিনেমা দেখলেন ৪০ বাংলাদেশি। খবর আনন্দবাজারের।


সম্প্রতি কলকাতার একটি মাল্টিপ্লেক্সে ইভনিং শোতে তারা এই সিনেমা দেখেন।
৪০ জনের এই দলে ছিল ১১ বছরের আথৈ খান। বাবা ও ভাইয়ের সঙ্গে শুধু বাহুবলী দেখতেই কলকাতায় যায় ছোট্ট আথৈ।

ছবি দেখার পর উচ্ছ্বসিত ওই বালক জানাল, বাহুবলীর প্রথম পর্বে যে উত্তর পায়নি, তা জানতে দ্বিতীয় পর্বটা দেখতেই হত।

বাংলাদেশে প্রভাসের জনপ্রিয়তা কেমন এমন প্রশ্নে ওই বালক জানায়, বাহুবলী প্রভাসের নামে বাংলাদেশে ফেসবুক ফ্যান পেজও আছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ভারতসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলী : দ্য কনক্লুশন’। ‘বাহুবলী : দ্য বিগিনিং’ সিনেমার সিক্যুয়াল এটি।

প্রথম সপ্তাহেই ‘বাহুবলী : দ্য কনক্লুশন’ দেখার জন্য বেশির ভাগ সিনেমা হলগুলোর সামনে কয়েক কিলোমিটার লম্বা লাইন পড়েছিল। ছয় দিনে ৬০০ কোটি রুপি আয় করেছে এস এস রাজমৌলি নির্মিত এই সিনেমা।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। এছাড়া আনুশকা শেটি, তামান্না ভাটিয়াসহ আরও জনপ্রিয় অভিনেতারা রয়েছেন।

http://islamitips24.cf

No comments

সরকার নির্লজ্জভাবে প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার নির্লজ্জভাবে বিরোধীদলের প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে।’ তিনি আরো বলেন, ‘এ ...

Powered by Blogger.