মোবাইল ফোনের ব্যাটারিতে এমন উপকরণ যুক্ত করা হচ্ছে যা চার্জ অনেক দিন ধরে রাখবে। সে ক্ষেত্রে বছরে মাত্র ৪ বার ফোনে চার্জ দিয়ে পুরো বছর পার করে দেয়া যাবে।


মিশিগান এবং করনেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি ‘ম্যাগনেটোইলেক্ট্রিক মাল্টিফেরোইক’ নামের নতুন উপকরণ আবিষ্কার করেছেন যা ব্যাটারিকে বেশি শক্তিশালী করবে।

উপকরণটি একটি পাতলা পোলার ফিল্ম যা সরু এনার্জি পালসের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সংযোগ সৃষ্টি করবে। নতুন এ উপকরণটি কম্পিউটারকে শক্তির উত্থান পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে।

এখন অবশ্য শক্তির ধ্রুব প্রবাহ বিদ্যমান। ব্যাটারিতে এ ধরনের প্রক্রিয়া পরিবর্তন করে ফেলবে ‘ম্যাগনেটোইলেক্ট্রিক মাল্টিফেরোইক’। নতুন এ উপকরণ যুক্ত হলে ব্যাটারি এখনকার অবস্থা থেকে ১০০ শতাংশ বেশি শক্তি সাশ্রয়ী হবে। আর তা হলে বারবার স্মার্টফোন চার্জ দেয়ার ঝক্কি থেকে বাঁচবে পুরো বিশ্ব।

পরিবেশের ক্ষতি কম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। মোবাইলফোনও ১০০ শতাংশ কম শক্তিতে চলবে। গ্রাহকদেরও বাসার বাইরে এসে অযথা পোর্টেবল চার্জার বহন করা লাগবে না। তবে খুব শিগগির হাতে পাওয়া যাচ্ছে না অত্যাশ্চর্য এ উদ্ভাবনটি। ম্যাগনেটোইলেক্ট্রিক মাল্টিফেরোইকযুক্ত ব্যাটারি ২০৩০ সালে বাজারে আসবে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

No comments

সরকার নির্লজ্জভাবে প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার নির্লজ্জভাবে বিরোধীদলের প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে।’ তিনি আরো বলেন, ‘এ ...

Powered by Blogger.