এবারও কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশ
মিসরের রাজধানী কায়রোয় ৫০ দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম। এর আগে এই প্রতিযোগিতার ২৪তম আসরে সেরা মুকুট পেয়েছিলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
প্রতিযোগিতায় বিশ্বের ৫০টি দেশের ৬৬ জন প্রতিযোগী অংশ নেন। সবাইকে পেছনে ফেলে অনারব প্রতিনিধিদের মধ্যে তাজবিদ সহকারে পূর্ণ কোরআন হিফজ বিভাগে প্রথম হয়েছেন মুজাহিদুল ইসলাম।
এ বিভাগে দ্বিতীয় হয়েছেন কেনিয়ার প্রতিনিধি হইসাম সাক্বার আহমাদ, তৃতীয় হয়েছেন তাজিকিস্তানের
প্রতিনিধি মুহাম্মাদ ইউফ মুহাম্মাদী। এছাড়া চতুর্থ থেকে ১২তম স্থানে উত্তীর্ণ হয়েছেন যথাক্রমে: ক্যামেরুনের হামিদ বাশাইর, শ্রীলঙ্কার মোহাম্মদ ইজাত ইবনে মুহাম্মদ ইসমাইল, নাইজারের জিবরীল ওমর হাসান, ইন্দোনেশিয়ার মোহাম্মদ আদরিয়ান, বসনিয়া ও হার্জেগোভিনার ওমরাত লিটার্তা, নাইজেরিয়ার ইব্রাহিম ইসা মুসা, যুক্তরাষ্ট্রের মোহাম্মদ আলী আবদো, তানজানিয়ার আবদুল হামিদ মাসুদ সুলেইমান এবং ঘানার মোহাম্মদ তিজজানি।
গত ২৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক কোরআন হেফজ এই প্রতিযোগিতা মিশরের এনডাওমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাইতুল মুকাদ্দাসের সাথে যৌথভাবে ‘আরব-জেরুজালেম’ শিরোনামে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চারটি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে।
যথাক্রমে আরব ও অনারবদের জন্য সম্পূর্ণ কোরআন হেফজ, আরব ও অনারবদের জন্য ভাবার্থ বজায় রেখে সম্পূর্ণ কোরআন হেফজ, অনারবদের জন্য তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ এবং মিশরীয় এবং যেসব বিদেশিরা মিশরে বসবাস করেন, তাদের জন্য অনূর্ধ্ব ১২-এর সম্পূর্ণ কোরআন হেফজ।
No comments